ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে প্রজ্জ্বল রেভান্না

IMG
31 May 2024, 7:06 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতের সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে আগামী ৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সকালে জার্মানি থেকে ফেরার সময় বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় জনতা দলের নেতাকে। বিমানবন্দর থেকে রেভান্নাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারির পর সাংসদকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় শহরের একটি হাসপাতালে।

সেখান থেকে সোজা তাঁকে হাজির করা হয় আদালতে। পুলিশ ১৪ দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানায়। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার ল সাংসদের মোবাইল ফোন ফরেনসিকে পাঠিয়ে পরীক্ষা করা হবে। হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করা হবে। রেভান্নার আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছে আদালত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন