ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পাকিস্তানের জন্য হুমকি হতে পারে কোহলি: মিসবাহ

IMG
01 June 2024, 1:12 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারত-পাকিস্তান ম্যাচ মানে কথার লড়াই, মাঠের উত্তেজনা। এই ম্যাচ নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহের শেষ নেই। যেখানে মাঠের লড়াইয়ের চেয়ে কথার লড়াই চলে বেশি। শক্তি দুর্বলতার জায়গা নিয়ে চলে বিশ্লেষণ। কে হারবে, কে জিতবে এ নিয়ে চলে নানান আলোচনা।

এবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। গ্রুপপর্বেই দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্ধীর। ম্যাচটি হবে আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতীয় গণমাধ্যম ‘স্টার স্পোর্টসর’ বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচটি নিয়ে আয়োজিত একটি সম্প্রচার অনুষ্ঠানে মিসবাহকে প্রশ্ন করা হয় যে, পাকিস্তানের জন্য কোন ভারতীয় তারকাকে হুমকি মনে করেন মিসবাহ। প্রশ্নের জবাবও অকপটে বলে দেন,পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন বিরাট কোহলি।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ আরও বলেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচে কে জিতবে, এটা অনেকটাই নির্ভর করে কে আগে এই দুর্গ জয় করেছে। এর পিছনে কার আত্মবিশ্বাস আছে।

যিনি দেশের হয়ে এই ধরনের ম্যাচ আগেও জিতেছেন। কারণ সেই খেলোয়াড়রা জানেন চাপ কোথায় পৌঁছাতে পারে এবং কীভাবে তা সামাল দিতে হবে। তাতে বিরাট কোহলিকে সবচেয়ে বড় বাধা বলে মনে হয়।

পাকিস্তানের সাবেক এই কোচ আরও বলেন, ‘সে (কোহলি) এমন একজন খেলোয়াড় যে কিনা বারবার এমন পরিস্থিতিতে পড়েছে। এমনকি যদি আপনি গত বিশ্বকাপের কথা বলেন, বিপক্ষ দলের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়েছিল সে। এই ধরনের খেলোয়াড়রা সবসময় বিপজ্জনক। সেটা নিয়ে আগে ভাবতে হবে। পাকিস্থান এখন সেটাই করবে।’

আর বোলারদের মধ্যে মিসবাহের ভয় জাসপ্রিত বুমরাহকে নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে একটি নামই আছে। অভিজ্ঞ ক্রিকেটার, একজন বোলার হিসেবে যাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, সে হলো বুমরাহ, সে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং ভারতের হয়ে উদ্বোধনী উইকেটটিও নিতে পারে।’

এই অনুষ্ঠানে আরো আমন্ত্রণ জানানো হয় ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং ও ইরফান পাঠানকে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন