ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ: জাহাঙ্গীর কবির নানক

IMG
24 June 2024, 9:02 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সকল দুর্যোগ-দুঃসময়ে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে দাঁড়ায়। তাই এবারের বন্যায়ও সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

আজ সোমবার দুপুরে সিলেট মহানগরের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রঙ্গণে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, চলমান বন্যায় সরকার শুধু ত্রাণ দিয়েই ক্ষান্ত হবে না, কৃষি খাতে যত ক্ষতি হয়েছে তা পূরণ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সিলেটবাসী ঘাবড়ে যাবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের জনপ্রতিনিধিরা সবসময় আপনাদের পাশে আছেন। শেখ হাসিনার একান্ত কর্মী হিসেবে তারা সকল দায়িত্ব পালন করবেন।

নানক বলেন, ২০২২ সালের দুর্যোগের সময়ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সিলেটবাসীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালেও এমনটি হয়েছে। ২০২২ সালে বন্যার সময় খোদ প্রধানমন্ত্রী সিলেট ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তারা শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন