ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাজীপুরে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

IMG
02 June 2024, 10:47 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোররাত ৪টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের চালক সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা চঞ্চল রায় (৩০) এবং অপরজন রিপন (৩৫), তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বরিশালের বাসিন্দা মো. মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা ২ জনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলেই মারা যান।

আরও জানা গেছে, গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ভোররাত ৪টায় অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। লাশ হাইওয়ে থানায় আছে।

তিনি আরও বলেন, নিহতদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশি হেফাজতে আছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন