ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম (ভিডিও)

IMG
04 June 2024, 5:12 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

স্ব স্ব উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহণে নিয়োজিত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেন।

এরপর পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের প্রহরায় নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

এদিকে ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে।

এই তিন উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ৪০জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এই তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩২৯টি। মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন