ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বেতন পরিশোধ করেছে সব পোশাক কারখানা: বিজিএমইএ

IMG
15 June 2024, 10:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের ২ হাজার ১৬০টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ১৫৬টি পোশাক কারখানায় মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

এছাড়া আজ শনিবারই বাকি চারটি কারখানা পরিশোধ করবে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ১ হাজার ৮৩৫টি ও চট্টগ্রামে ৩২৫টিসহ দেশে বর্তমানে মোট দুই হাজার ১৬০টি পোশাক কারখানা চালু রয়েছে।

কারখানাগুলো এরই মধ্যে ঈদুল আজহার বোনাসও পরিশোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএমইএ।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন