ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৮ দিন বন্ধের পর ভোমরা স্থলবন্দরে কার্যক্রম শুরু

IMG
22 June 2024, 11:43 AM

সাতক্ষীরা, বাংলাদেশ গ্লোবাল: ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধের পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (২২ জুন) থেকে ফের কার্যক্রম শুরু হওয়ায় এতে সিএন্ডএফ কর্মচারী, শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট সকলের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলোয়ার রাজু বলেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষে শুক্রবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বলেন, ‘ঈদের ছুটিতে স্থলবন্দরের আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন