ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া, টস বিলম্বিত

IMG
27 June 2024, 8:42 PM

স্পোর্টস ডেস্ক , বাংলাদেশ গ্লোবাল: ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকেই। আবহাওয়ার সেই পূর্বাভাসকে সত্যি করে আজ বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ঝরেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে টস করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল ভারত-ইংল্যান্ড ম্যাচের। তবে গুড়িগুড়ি বৃষ্টির কারণে টস মাঠে গড়ায়নি এখন পর্যন্ত। বৃষ্টি এখন কমে গেলেও মাঠের কভার এখনও তোলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই উঠিয়ে ফেলা হবে এই কভার এবং মাঠে গড়াবে খেলা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী- শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে ২৫০ মিনিট।

বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম অন্তত ৫ ওভার করে খেলতে হয়। যা বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট রাউন্ডে বাস্তবায়ন করা হয়েছিল। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভারে। অর্থাৎ বৃষ্টি বাগড়া দিলেও টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ তিনটিতে ন্যূনতম ১০ ওভারের খেলা সম্পন্ন হতে হবে। নির্দিষ্ট ওভারের খেলা সম্পন্ন হলে জয়-পরাজয় নির্ধারণ করা হবে ডিএলএস পদ্ধতিতে।

কোনো কারণে যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কোন দল ফাইনালে উঠবে? এক্ষেত্রে আইসিসির পূর্ব ঘোষিত নিয়মটা ভারতেরই পক্ষে। আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে ওঠে যাবে। সেক্ষেত্রে ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত।

বৃষ্টির কারণে ম্যাচ না হলে আগের রাউন্ডের পয়েন্ট হিসাব করা হবে। ভারত সুপার এইট খেলেছে এক নম্বর গ্রুপ থেকে। যেখানে তিনটি ম্যাচ জিতে শীর্ষে ছিলো রোহিত-কোহলিরা, আর ইংল্যান্ড সুপার এইটে দুই নম্বর গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন