ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

রাজধানীর ৭ আসনেই এগিয়ে বিজেপি

IMG
04 June 2024, 6:39 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কংগ্রেস-আপ জোট কিংবা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি; কোনও কিছুই রাজধানীর বিজেপি-বিরোধিতার পালে হাওয়া তুলতে পারল না? এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিল্লির সবকটি লোকসভা আসনেই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

জানা যায়, ভারতের নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছেন আপের সোমনাথ ভারতী।

কংগ্রস প্রার্থী কানহাইয়া কুমারকে পিছনে ফেলে দিল্লি উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ৯ হাজার ১৩০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি।

দিল্লি উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের উদিত রাজকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া।

বাকি ৪ আসনেও এক ছবি। তা হলে কি এবারের ভোটে বিজেপির উপরই আস্থা রাখছেন দিল্লিবাসী?

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট--সব কিছুই কি ফিকে এখানে? আপাতত সে দিকেই স্পষ্ট ইঙ্গিত। যদিও, ভোটগণনা শেষ হতে এখনও বেশ খানিকটা সময় বাকি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন