ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সাড়ে চার মাসের জন্য বন্ধ টিটিপাড়া-কমলাপুর সড়ক

IMG
20 June 2024, 11:26 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই কাজের জন্য আজ বৃহস্পতিবার থেকে টিটিপাড়া থেকে কমলাপুরমুখী সড়ক প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকবে।

বুধবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ শামীম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, টিটিপাড়ায় আন্ডারপাসের সংযোগ সড়ক নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে টিটিপাড়া থেকে কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এ কারণে ২০ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ অবস্থায় টিটিপাড়া-কমলাপুর সড়কে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন