ঢাকা      শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন বিএনপির

IMG
06 July 2024, 1:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির— এমনটা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিবের মতে, চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না। সে কারণেই দেশে ‘মেধা শূন্যতা’ দেখা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার। শিক্ষর্থীদের এই দাবি যৌক্তিক।

তিনি অভিযোগ করেন, সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এখন পেনশন স্কিমের মতো আরও কিছু প্রকল্পের মাধ্যমে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন