ঢাকা      রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

IMG
08 July 2024, 12:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া, দ্রুততার সাথে মিটফোর্ড হাসপাতালের সংস্কার করা এবং দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। আজ সোমবার সকালে আকস্মিক মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে জান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ ও সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, হাসপাতালে কিছুটা জায়গার সংকট রয়েছে। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে প্রয়োজনীয় সবকিছুর লিস্ট নিয়ে আসলে দ্রুততার সাথে সেগুলো সংস্কার করা হবে। নতুন একাডেমিক ভবন যেটি রয়েছে, তা শিগগিরই চালু করা হবে। শিক্ষার্থীদের হোস্টেলের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে ল্যাবরেটরি রুম পুরোনো হওয়ায় কাজের পরিবেশ নেই। এজন্য নতুন ল্যাব রুম করা হবে। হাসপাতালে কাজের পরিবেশ গড়তে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে।

পরে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন