ঢাকা      সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষা বাংলাদেশ-নেদারল্যান্ডসের

IMG
16 June 2024, 12:07 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় সপ্তম দল হিসেবে সুপার এইটে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাকি রইল ১টি স্পট, যার দিকে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। সোমবার ভোর সাড়ে ৫টায় আরনস ভেল গ্রাউন্ডে খেলতে নামবে দুদল। এ ম্যাচে টাইগাররা কোনোমতে জিতলে আর কোনো সমীকরণ মেলাতে হবে না, সরাসরি উঠে যাবে সুপার এইটে। হারলে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের দিকে।

লঙ্কানদের বিপক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় শেষ ম্যাচ খেলতে নামবে ডাচরা। এ ম্যাচে জিতলে তাদের সুপার এইটে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই হারতে হবে, আবার নেট রানরেটেও ডাচদের এগিয়ে থাকতে হবে। দুদলই হারলে বাংলাদেশ সুপার এইটে যাবে, দুটি ম্যাচ ভেস্তে গেলেও একই ফল। কেননা ‘ডি’ গ্রুপে এখন ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ, ২ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্থান তিনে। নেট রানরেটে বাংলাদেশ ডাচদের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে।

‘ডি’ গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডের টিকিট পেয়েছে। এছাড়া অন্য ৩টি গ্রুপ থেকেই ২টি করে দল সুপার এইটে উঠে গেছে। ‘এ’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী যুক্তরাষ্ট্র। কপাল পুড়েছে পাকিস্তানের, এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে তারা। ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইটে উঠেছে, ‘সি’ থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন