ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতার পর পদত্যাগ করলেন শ্রীলঙ্কার হেড কোচ

IMG
27 June 2024, 12:20 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গ্রুপপর্বে চার ম্যাচের কেবল একটিতে জয়, আরেকটি বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। ৩ পয়েন্ট নিয়ে সুপার এইটে যেতে পারেনি শ্রীলঙ্কা। এতে দলটির পরামর্শক মাহেলা জয়াবর্ধনে‌ এর পদত্যাগের পর এবার একই পথে হাঁটলেন হেড কোচ ক্রিস সিলভারউড।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিলভারউডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।

যদিও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান তিনি।

বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করছি যে, আমার এখন ঘরে ফেরার সময় হয়েছে। ’

‘শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া আমাকে সম্মানিত করেছে। এখানে কাটানো অনেক ভালোলাগার মুহূর্তগুলো আমি সারাজীবন মনে রাখব। ’

২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে যোগ দেন সিলভারউড। দলটিতে যোগ দিয়েই এশিয়া কাপ ঘরে তুলেন তিনি। তাছাড়া তার অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়লাভ করে লঙ্কানরা। ২০২৩ এশিয়া কাপেও দলটি এশিয়া কাপ শেষ করে রানার্স আপ হিসেবে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় শেষ পর্যন্ত বিদায় নিতে হলো এই কোচকে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন