ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নাবালিকাকে নিগ্রহের অভিযোগ, বিজেপি নেতা ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট

IMG
29 June 2024, 5:44 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পকসো আইন প্রত্যাহারের আর্জি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। পুলিশের দেওয়া চার্জশিটে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই নাবালিকা ইয়েদুরাপ্পার কাছে ধর্ষণের অভিযোগ জানাতে এসেছিল। তিনি ওই নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ওই নাবালিকার হাতে টাকাও গুঁজে দেন তিনি। এমনটাই অভিযোগ করেছেন মেয়েটির মা। পুলিশ জানিয়েছে, ফেসবুকে ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে গত ২০ ফেব্রুয়ারি ইয়েদুরাপ্পা মেয়েটির মাকে ডেকে পাঠিয়ে ওই ভিডিও ডিলিট করতে বলেন এবং ২ লাখ টাকাও দেন। এরপরই পকসো আইনে মামলা করা হয় বিজেপি নেতার বিরুদ্ধে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন