ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এই বছর বাফুফের ব্যয় প্রায় ৫৪ কোটি টাকা

IMG
29 June 2024, 6:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪ সালের ৬ মাস শেষ হতে চলেছে। এই বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব কর্মকাণ্ডের ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৫৯ লাখ টাকা।

তবে এর মধ্যে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকা। ঘাটতি রয়েছে ২২ কোটি ২০ লাখ টাকার। আজ শনিবার বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বা কংগ্রেসে নতুন বাজেটটি অনুমোদিত হয়েছে।

স্থানীয় একটি হোটেলে কংগ্রেস শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এই বছর (২০২৪ সাল) ৫৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট দিয়েছি। কংগ্রেস আমাদের এটি অনুমোদন দিয়েছে। ঘাটতির অর্থ আমরা যারা বাফুফেতে আছি, কাজী সালাউদ্দিনসহ সকলে ব্যবস্থা করার চেষ্টা করবো। স্পন্সর থেকে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে সাহায্য চাইবো। এতে আমাদের যে ঘাটতি বাজেট আছে, সেটা আমরা পূরণ করতে পারবো।’

আয়ের চেয়ে ব্যয় বেশি। ঘাটতি ২২ কোটি টাকার বেশি থাকলেও বাফুফে চিন্তিত নয়।

সালাম মুর্শেদী আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘বাজেট সব সময় ঘাটতি হয়। বাজেটে যদি যেই আয়, সেই খরচই হয়, তাহলে আপনারা বলবেন আমাদের আর অবদান কী! বাজেটে ঘাটতি থাকবেই, আমরা পৃষ্ঠপোষকদের সঙ্গে নেবো। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা আশ্বস্ত হয়েছি, সেখান থেকে আমরা কিছু সাপোর্ট পাবো এবং এভাবে আমরা আমাদের ঘাটতি পূরণ করবো।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন