ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

দিল্লির মসনদে কে? লোকসভা ভোটের ফল ঘোষণা আজ

IMG
04 June 2024, 6:04 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এক্সিট পোল কি সত্যি হবে? দিল্লিতে ফের মোদি-রাজ? নাকি, ক্ষমতায় ইন্ডিয়া জোট? আজ লোকসভা নির্বাচনের ভোটগণনা। সঙ্গে ফল প্রকাশ। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে গণনাকেন্দ্র, স্ট্রং রুম।

১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। ভারতজুড়ে হয়েছে লোকসভা নির্বাচন। ৭ দফায় ভোট হয় পশ্চিমবঙ্গে। এবার জানা যাবে মানুষের রায়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। এরপর বেলা যত গড়াবে, একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সামনে আসবে।

গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা

প্রথম স্তর-- লাঠিধারী পুলিশ
দ্বিতীয় স্তর- সশস্ত্র পুলিশ
তৃতীয় স্তর- কেন্দ্রীয় বাহিনী

এদিকে, প্রায় সমস্ত এক্সিট পোলই বলছে, বিজেপিই জিতবে। এমনকি, রাজনৈতিক মহলেরও ধারণা, তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে সম্ভবত বসতে চলেছেন নরেন্দ্র মোদি। কারণ, বিরোধী যতই জোট করুক না, মোদির বিকল্প হিসেবে কাউতে তুলে ধরতে পারেনি তারা। বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে বহুবার নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। যা সবাই ভাবছে, ভোটের ফল তার সম্পূর্ণ উল্টো হয়েছে।

এসব নিয়ে অবশ্য মাথাই ঘামাতে রাজি নয় গেরুয়া শিবির। জয় নিয়ে এতোটাই আত্মবিশ্বাসী যে, উদযাপনের রূপরেখাও তৈরি করে ফেলেছে তারা। এই যখন পরিস্থিতি, তখন দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতাদের তলব করেছেন মল্লিকার্জুন খাড়গে।

এর আগে, সপ্তম দফার ভোটের দিনে ইন্ডিয়া জোটের 'জরুরি' বৈঠক হয়েছিল দিল্লিতে। কবে? ১ জুন। সেই বৈঠকে অবশ্য ছিল না তৃণমূল কংগ্রেস। বৈঠকে খাড়গে দাবি করেন, 'জোটের নেতাদের সঙ্গে কথা বলে যে তথ্য উঠে আসছে, তাতে ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট'। সঙ্গে বার্তা, 'আমরা জোটবদ্ধ আছি। আপনারা বিভাজনের চেষ্টা করবেন না'।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন