ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকে চমকে দেওয়া ফল ইন্ডিয়া জোটের!

IMG
04 June 2024, 11:31 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ ভোটদাতার বিচারে পৃথিবীতে লোকতন্ত্রের বৃহত্তম ভোটদান প্রক্রিয়া চলে এই ভারতবর্ষে৷ এর আগে ১৭টি লোকসভা নির্বাচন হয়েছে৷ এবার ভারতে ১৮ তম লোকসভা নির্বাচন হয়েছে৷ সাত দফার ভোটে মোটের উপর শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন প্রক্রিয়া চলেছে গোটা দেশজুড়েই৷ গত ১ জুন ছিল শেষ দফার নির্বাচন৷ আর তারই ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ, অর্থাৎ ৪ জুন (লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট)৷

দেশটির পরবর্তী সরকার কারা গড়তে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন নরেন্দ্র মোদি নাকি পালের হাওয়া উল্টো দিকে বইয়ে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, তা নিয়ে নানা জল্পনা রয়েছে৷ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে শেষ দফার ভোটগ্রহণের দিন তো সাংবাদিকদের বলেই দিয়েছেন, দেশজুড়ে ২৯৫-এর বেশি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট৷

যদিও, বুথ ফেরত সমীক্ষার বেশিরভাগ অংশ কিন্তু এনডিএ জোটের দিকেই পাল্লা ভারী বলে জানিয়েছে৷ প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়েছে, এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ ৩৫০-এর কাছাকাছি বা তার বেশি আসন দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা৷ এখন দেখার, চূড়ান্ত ফলে (নির্বাচন রেজাল্ট ২০২৪) সেই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায়৷

LIVE UPDATES

সকাল ১১:১৫ (বাংলাদেশ সময়)

মধ্যপ্রদেশ ও ওড়িশাতে একচ্ছত্রভাবে এগিয়ে বিজেপি

সব রাজ্যে আসন কমলেও মধ্যপ্রদেশে ভালো ফল করছে বিজেপি৷ সেখানে সব ক‘টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি৷ পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ উল্লেখ্য, সেখানকার বিধানসভার ফলেও দেখা গিয়েছে, সেখানেও বিজেডির থেকে ২০ আসনের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ অর্থাৎ সরকার বদলের ইঙ্গিত আসছে৷

সকাল ১১:১০ (বাংলাদেশ সময়)

এখনও পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুসারে এনডিএ জোট এগিয়ে আছে ৩০৪টি আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২১৮টি আসনে।

সকাল ১০:০০ (বাংলাদেশ সময়)

উত্তর প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, মহারাষ্ট্রেও দারুণ ফল ইন্ডিয়া জোটের

উত্তর প্রদেশে দারুণ ফল করছে নরেন্দ্র মোদি বিরোধী জোট৷ আপাতত প্রাথমিক ট্রেন্ড অনুসারে, সব ইতিহাস পাল্টে দিয়ে এগিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি৷ সেখানে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট ৩৭টি আসনে এগিয়ে রয়েছে৷

সকাল ৯:৪১ (বাংলাদেশ সময়)

গুজরাটে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস, মহারাষ্ট্রেও শক্তি বৃদ্ধি বিরোধী জোটের

গুজরাটে এবার শক্তি বাড়াচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। গুজরাটের ২৬টি আসনের মধ্যে ২০টিতে বিজেপি এগিয়ে থাকলেও ৬টি আসনে এগিয়ে আছে কংগ্রেস৷ এছাড়াও আসনের সংখ্যায় হাড্ডাহাড্ডি লড়াই করছে বিরোধী জোট৷ ফলে কিছুটা অন্যরকম ফল দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ডে৷

সকাল ৯:৩২ (বাংলাদেশ সময়)

গান্ধীনগরে এগিয়ে অমিত শাহ, রাহুল গান্ধী এগিয়ে, তামিলনাড়ুতে ডিএমকে ঝড়

গান্ধীনগরে এগিয়ে রয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন, তামিলনাড়ুতে ঝড় তুলেছে ডিএমকে৷ এদিকে, মহারাষ্ট্র ও কর্ণাটকে বুথফেরত সমীক্ষাকে মিথ্যে প্রমাণ করে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ এগিয়ে রয়েছেন শশী থারুর৷

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন