ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

IMG
25 June 2024, 4:47 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) কমিটির সভাপতি আ, ফ, ম রুহুল হক এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এ, ডি, এম, শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং শবনম জাহান অংশগ্রহণ করেন।

বৈঠকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন; হিজড়া, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় সুবিধাভোগী শ্রেণী বাছাই এবং বিগত পাঁচ বছরে সুবিধাভোগীর সংখ্যা, বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এবং এসকল কার্যক্রমে তাদের জীবনমানের কি পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি চা শ্রমিক, হিজড়া,বেদে জনগোষ্ঠী ও ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ সকল প্রকার সামাজিক কর্মসূচির আওতায় সুবিধাভোগী শ্রেণী বাছাই প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনপূর্বক পরামর্শ প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্যদের ৬৪টি জেলাকে তাঁদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন