ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কোহলিদের বিদায়, চার ম্যাচ পর রাজস্থানের জয়

IMG
23 May 2024, 6:06 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এবারও হলো না। ১৭ বছর ট্রফি অধরা। তীরে এসে তরী ডুবলো। বদলে গেলো চিত্রনাট্য। বিদায় বিরাট কোহলির। আধ ডজন ম্যাচ জেতার পর মরা-বাঁচার ম্যাচে হার। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টানা চার ম্যাচ হারার পর কেউ ভাবেনি ফেভারিটদের হারিয়ে দেবে রাজস্থান। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪ উইকেটের জয় সঞ্জু স্যামসনদের। আগামীকাল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান। এক ওভার বাকি থাকতে দলকে জয়সূচক রানে পৌঁছে দেন রোভমান পাওয়েল।

১৭ বলে ১৭ রান। হাতে ৬ উইকেট। ক্রিজে দুই সেট ব্যাটার রিয়ান পরাগ এবং শিমরন হেটমেয়ার। ১৮তম ওভারে মোহাম্মদ শিরাজের জোড়া উইকেট। ফিরে যান পরাগ এবং হেটমেয়ার। তখনও আশায় ছিলেন বিরাটরা। কিন্তু পরের ওভারেই ফার্গুসনের প্রথম দুই বলে জোড়া চার ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পাওয়েল।

২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে আরসিবি। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। হতাশা লুকোতে পারেননি বিরাট। এসেই উইকেটের অন্য প্রান্তের বেল ফেলে দেন। তারপর জড়িয়ে ধরেন দীনেশ কার্তিককে। আগের দিন একই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫৯ রান করে হারতে হয়েছিল সানরাইজার্সকে। এদিনও ১৭২ রান ডিফেন্ড করতে ব্যর্থ বেঙ্গালুরু। আরও একবার আইপিএলের ট্র্যাজিক নায়ক কোহলি। দল ছিটকে গেলেও কমলা টুপির অধিকারী থাকবেন বিরাটই।‌

টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান সঞ্জু স্যামসন। কিন্তু অন্যান্য দিনের মতো শুরুটা হয়নি বেঙ্গালুরুর। সাধারণত শেষ কয়েকটা ম্যাচে বিরাট কোহলি বা ফ্যাফ ডু'প্লেসির মধ্যে একজন বড় ইনিংস খেলছিলেন। কিন্তু এদিন দুই ওপেনারের মধ্যে কেউই বড় রান পাননি। শুরুটা ভালো করলেও ২৪ বলে ৩৩ রান করে আউট হন বিরাট। ইনিংসে ছিল ১টি ছয়, ৩টি চার।

তার আগেই অবশ্য ফেরেন ডু'প্লেসি। ১৭ রানে আউট হন আরসিবির অধিনায়ক। ৫৬ রানে ২ উইকেট হারায় বেঙ্গালুরু। ৭.২ ওভারের মধ্যে ফিরে যান দুই ওপেনার। ক্যামেরুন গ্রিনও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২৭ রানে ফেরেন। আবারও ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই শূন্যতে আউট। আরসিবির হয়ে সর্বোচ্চ রান রজত পাতিদারের। তবে চলতি আইপিএলের চেনা ছন্দে পাওয়া যায়নি। ২টি ছয়, চারের সাহায্যে ২২ বলে ৩৪ রান করেন।

শেষদিকে দ্রুত রান তুলে আরসিবিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন মাহিপাল লোমরোর‌। ১৭ বলে ৩২ রান করেন। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে আরসিবি। ৩ উইকেট নেন আবেশ খান। জোড়া উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। গোটা আইপিএলে নজর না কাড়তে পারলেও গতকাল দুর্ধর্ষ বল করেন মিচেল স্টার্ক। এদিন তার পুনরাবৃত্তি ঘটান অশ্বিন।

ডু অর ডাই ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থান। পাওয়ার প্লেতে প্রথম উইকেটে ৪৬ রান যোগ করেন যশস্বী জয়েসওয়াল এবং টম কোহলার-ক্যাডমোর। অবশ্য আগেই উইকেট হারাতে পারতো রাজস্থান। যশ দয়ালের বলে দুই ওপেনারের ক্যাচ ফস্কায়। ব্যক্তিগত ৩ রানের মাথায় স্লিপে যশস্বীর ক্যাচ ফেলেন ক্যামেরুন গ্রিন।

তারপর বাউন্ডারিতে টমের সহজ ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল। তবে তার খুব বেশি খেসারত দিতে হয়নি আরসিবিকে। ২০ রানে ফেরেন রাজস্থানের ওপেনার। চলতি আইপিএলে বিশেষ ছন্দে নেই যশস্বী। এদিন কিছুটা চেষ্টা করেন। তবে তা সত্ত্বেও পুরোনো ছন্দে পাওয়া যায়নি। ৫ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩০ বলে ৪৫ রান করেন যশস্বী। একটিও ছয় নেই, আটটি চার মারেন। গ্রিনের বলে বাজে শট খেলে আউট হন। শেষদিকে ক্লান্ত দেখাচ্ছিল বাঁ হাতি ওপেনারকে।

৮১ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজস্থান। ঠিক তার পরের ওভারেই আউট সঞ্জু স্যামসন। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নেন রাজস্থানের দলনায়ক। যশস্বী আউট হওয়ার পরই করণ শর্মার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারার কোনও দরকার ছিল না। এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল সঞ্জুর। কিন্তু ব্যর্থ। ১৭ রানে আউট হন। পরপরই রান আউট ধ্রুব জুরেল (৮)। কোহলির হাতে বল সত্ত্বেও দু'রান নেওয়ার চেষ্টা করেন। নিখুঁত থ্রো আরসিবির সাবেক নেতার। কোনও ভুল করেননি গ্রিন।

কিন্তু আবার সেই রিয়ান পরাগ। চলতি আইপিএলে দারুণ খেলছেন। এদিন ২৬ বলে ৩৬ রান করে আউট হন। চার ম্যাচ পরে নেমেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিমরন হেটমেয়ার (২৬)। এই জুটিই ম্যাচ বের করে নেয়। অন্তিম লগ্নে ৮ বলে দ্রুত ১৬ রান করে দলকে জয়ে পৌঁছে দেন পাওয়েল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন