ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

শাকিবের নতুন নায়িকা তুষি, পরিচালক আরশাদ আদনান রনি

IMG
01 June 2024, 2:15 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি অন্যতম সিনেমা ‘রাজকুমার’। হিমেলের পরিচালনায় শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটিও দর্শকমহলে হয় প্রশংসিত। গত ঈদে দাপটের সঙ্গে ব্যবসা করে। তখন থেকেই শাকিব খানকে নিয়ে নতুন এক গুঞ্জনের সূচনা। ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন, যিনি কি না কখনো কিং খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

এবার শাকিবের সেই নায়িকার নাম জানা গেল। সূত্রে জানা যায়, ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষিই হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শাকিবের শিডিউলের। আরও একটি চমকপ্রদ তথ্য, এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান।

‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’তে দর্শক তুষিকে দেখেছেন। শাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্যও চমকপ্রদ বটে। ‘হাওয়া’র সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বড় কিছুর মাধ্যমেই হাজির হবেন। আপাতত এ নিয়ে মুখ খোলা নিষেধ।

সূত্রের খবর, শাকিব-তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছে ভার্সেটাইল মিডিয়া। তাদের এ সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনেও থাকবে বৈচিত্র্য।

এ ছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছরজুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন