ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ধামরাইয়ে একই মঞ্চে আওয়ামী লীগ নেতাকর্মীরা

IMG
02 July 2024, 5:48 PM

শরিফুল, সাভার: অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঢাকার ধামরাইয়ে কয়েক ভাগে বিভাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা গেলো একই মঞ্চে। এঘটনায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

সবাইকে এক কাতারে দেখে নেতাকর্মীরা বলছেন, আর তারা দ্বিধাদ্বন্দ্বে থাকতে চান না। একক নেতৃত্বে থাকতে চান তারা।


ধামরাই উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, ধামরাইয়ে বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ,সাবেক এমপি এম এ মালেক,সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা কয়েক ভাবে বিভাক্ত হয়ে পড়েন ক্ষমতার দ্বন্দ্বে। যার ফলে নেতাকর্মীরা বিভিন্ন সভা সেমিনারে একে অপরকে আক্রমণাত্মক ভাবে কথা বলেন। এনিয়ে নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা যায়।

পরে আজ দুপুরে ধামরাই পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেন বর্তমান সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

এতে তীব্র বৃষ্টি উপেক্ষা করে অংশ গ্রহণ করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা। মঞ্চে দেখা যায়,বর্তমান সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাবেক এমপি এম এ মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফকে। এতে তাদের অনুসারীদেরও এক কাতারে দেখা যায়। এসময় ঈদ পূর্ণমিলনীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে এক কাতারে থেকে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় নেতাকর্মীরা আরও কেউ নতুন করে দলে বিভাক্ত করতে চাইলে তাকে প্রতিহত করার ঘোষনা দেন।

ঈদ পূর্ণমিলনীতে এসময় সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই আজ থেকে এখন আমরা সবাই এক কাতারে। বর্তমান সরকারের উন্নয়ন তিনি সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান নেতাকর্মীদের মাঝে।
পরে সেখানে নেতাকর্মীদের জন্য মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,পৌর মেয়র গোলাম কবিরও এসময় উপস্থিত ছিলেন।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন