ঢাকা      শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৮৯ মৃত্যু

IMG
06 July 2024, 1:41 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার জানায়, এক ডজনের বেশি মানুষ সাগরে নিখোঁজ রয়েছে। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, নিখোঁজের সংখ্যা ৭২ জন হতে পারে।

এএফপির তথ্য অনুযায়ী, মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে গত ১ জুলাই মাছ ধরার বড় একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা ৮৯ জনের মরদেহ উদ্ধার করেন সে দেশের কোস্ট গার্ডের সদস্যরা। সে সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে।

উদ্ধার ব্যক্তিদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল। সে হিসেবে নিখোঁজের সংখ্যা ৭২ জন। স্থানীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে একই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন