ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

একাই ১৭৯ রান করলেন মুর্শিদা

IMG
23 May 2024, 7:08 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল মোহামেডান। ব্যাট হাতে ৩৯২ রানের রেকর্ড দলীয় সংগ্রহ দাঁড় করানোর পর বল হাতেও প্রতিপক্ষকে অল্প রানে গুঁড়িয়ে দিয়েছে দলটি। আর তাতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান।

গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে বৃহস্পতিবার (২৩ মে) ২৩টি চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুর্শিদা খাতুন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে এদিন গুলশান ইয়ুথ ক্লাবকে ২৫১ রানে হারিয়েছে মোহামেডান। মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির শতকে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ৩৯২ রান করে মোহামেডান। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে অলআউট হয়েছে ইয়ুথ ক্লাব।

আগে ব্যাট করা মোহামেডানকে এদিন ভালো শুরু এনে দেন কাশ্মীরের ওপেনার জাসিয়া আক্তার। মাত্র ৪১ বলে ৭৫ রান করেছেন তিনি। তার বিদায়ের পর মুরশিদা ও মোস্তারি ২৫৭ রানের জুটি গড়েন। তাদের ব্যাটেই ২০২২-২৩ মৌসুমে গড়া বিকেএসপির ৩২১ রানের রেকর্ড ভেঙেছে মোহামেডান।

২৩টি চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুর্শিদা। মেয়েদের লিগে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হন মোস্তারি। ৬টি চার ও ৭টি ছক্কায় ১২৬ স্ট্রাইক রেটে ১২৮ রান করেছেন মোস্তারি।

রান তাড়ায় সালমা খাতুন এবং রুমানার বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি গুলশান ইয়ুথ ক্লাব। এই দুজন মিলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা নিয়েছেন আরও ২ উইকেট। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রানে থামে গুলশান ইয়ুথ ক্লাব।

দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসার মুক্তা মাগরেরে তোপে ৪৪.৪ ওভারে ১১৬ রানে থামে সিটি ক্লাব। ৪ উইকেট নিয়েছেন মুক্তা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে রান তাড়া করে ফেলে রূপালী ব্যাংক। নিগার সুলতানার দলের দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। ইসমা তানজিম করেছেন ৬৭ রান। ৫১ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন