ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভোট শেষে ধ্যান ভাঙবেন মোদি

IMG
01 June 2024, 5:16 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে সপ্তম ও শেষ দফায় ৫৭ আসনে ভোটগ্রহণের মাধ্যমে আজ শনিবার (১ জুন) শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে শেষ দফায়। এসব আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করবে। তাতে ধারণা পাওয়া যাবে, ভারতের পরবর্তী সরকার কারা গঠন করবে। তবে এ ধরনের জরিপের ফল সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ধ্যান ভাঙবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ধ্যান করার সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন মোদি। মৌনব্রত পালন করছেন তিনি।

মোদি ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে।

গত ১৬ মার্চ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে নির্বাচন প্রক্রিয়া।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন