ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অনিয়ম করলে র‍্যাবের কেউও ছাড় পাবে না: মহাপরিচালক

IMG
23 June 2024, 2:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

মো. হারুন অর রশীদ আরও বলেন, অধিক গুরুত্ব আরোপ করছি যে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ডেইলি কার্যক্রম থাকে আভিযানিক কাজ থাকে সব কাজে যেন সেটার প্রতিফলন থাকে। যেন আইনের যথাযথ প্রয়োগ হয়। আইন বহির্ভূত কোন কাজ, অপেশাদার কোন কাজ কোন সদস্য বা ব্যাটালিয়নের কোন সদস্য কেউ যেন না এটা না করে। সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা চাইব যে র‍্যাবের প্রতি মানুষের যে আস্থা ও নির্ভরতা রয়েছে এটাকে আমরা আরও বৃদ্ধি করতে চাই। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সকল র‍্যাব সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, আমি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেই ঘোষণার প্রতিফল আমরা দেখতে চাই। র‍্যাবের কোন সদস্য যাতে দুর্নীতি না জড়ায় সেই জন্য তাদেরকে বলা হয়েছে। যদি কারও বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ হচ্ছে যে, আমরা আজ এদেশের মানুষের জন্য। এদেশের জন্য।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন