ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

গাজীপু‌রে ডুবায়‌ নে‌মে শ্রমি‌কের মৃত্যু

IMG
13 May 2024, 4:40 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপু‌রের শ্রীপু‌রে তাপদা‌হের কার‌ণে ডুবার পা‌নি‌তে নামা এক শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে । নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠায় ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা।

নিহত মাজহারুল ইসলাম(৩৫) শ্রীপুর উপ‌জেলার উত্তর তেলাইদ গ্রামের হা‌সেন আলীর ছে‌লে ।

স্থানীয়রা জানায়, গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার বাঁশবা‌ড়ি প‌শ্চিমপাড়া এলাকায় রাস্তায় ব্রিক্স স‌লিং এর কাজ কর‌ছিল মাজহারুল ইসলাম ও তার সহকর্মীরা । দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে তাপদা‌হের কার‌ণে অ‌স্থির হ‌য়ে পড়‌লে পা‌শের ডুবায় লাফ দেয় । এতে ওই ডুবার পা‌নি‌তে ডু‌বে তার মৃত্যু হয় ।

পরে ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা তার মর‌দেহ উদ্ধার ক‌রে ।

শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের ওয়ার হাউজ ইন্স‌পেক্টর বেলাল হো‌সেন ব‌লেন, ফায়ার সা‌র্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা লাশ উদ্ধার ক‌রে । প‌রে স্থানীয়‌দের সহায়তায় লাশ থানায় পাঠা‌লে পু‌লিশ গাজীপুর ম‌র্গে পাঠায় ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন