দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরে ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগম ও রংপুর বিভাগীয় পাবলিক হেলথ দপ্তরের উপ-পরিচালক ডা. আবু সাঈদ।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. এম.এ জলিল, ঔষধ ব্যবসায়ী মো. আসাদুজ্জামান সাগর, আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান, মামুন পাভেজ, তহিদুল ইসলাম ও নুর ইসলাম। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান।
আলোচকরা বলেন, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল আযহায় সাধারনত পশু কুরবানি দেওয়া হয়। সেই পশু যদি রোগমুক্ত বা নিরাপদ না হয় তাহলে ভোক্তারা অসুস্থ হবে। তাই আসন্ন কুরবানি ঈদের পূর্বেই সকল পশুর সুচিকিৎসা প্রদান করতে হবে। তাহলেই স্বাস্থ্যসম্মত সুস্থ সবল পশু ক্রয় করে কুরবানী দিতে সক্ষম হবে ক্রেতারা। এই ব্যবস্থা নিশ্চিত করতে এবার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com