ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভোলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় কোস্টগার্ডের প্রচারণা

IMG
25 May 2024, 2:01 PM

ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রচার প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আজ শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকার জনগণ, মৎস্যজীবী ও নৌযানকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সচেতনতামূলক এই কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গবসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে। তাই এরূপ প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার মেঘনা নদীর উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় আউটপোস্ট সমূহ মাইকিং এবং লিফলেট বিতরণ করছে কোস্টগার্ড স্টেশন।

তিনি বলেন, একইসাথে ঘূর্ণিঝড়ের বিপদজনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন