ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গণহত্যা বন্ধে ইসরাইলকে বাধ্য করুন: নিরাপত্তা পরিষদকে ওআইসি

IMG
29 May 2024, 12:26 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলাকে ‘জঘন্য গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসি। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার দায়িত্ব পালন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি মঙ্গলবার জেদ্দায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, রাফাহর তাঁবুতে যুদ্ধাপরাধ চালানোর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক ফৌজদারি আইনে বিচার করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ওআইসির মহাসচিব ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ, সন্ত্রাসবাদ ও নৃশংস হামলার পরিণতির জন্য ইসরাইলি দখলদারিত্বকে দায়ী করেছেন, যেসব হামলা সমস্ত মানবিক মূল্যবোধের পরিপন্থী।

ওআইসির বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুসরণ করে ইসরাইল যেন অবিলম্বে গাজায় তার আগ্রাসন বন্ধ করে, সেজন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে।

গাজা উপত্যকার সর্বদক্ষিণে মিশর সীমান্তে রাফাহ শহর অবস্থিত। গত অক্টোবর থেকে উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চল থেকে ইসরাইলি হামলায় সহায় সম্বল হারিয়ে এই রাফাহ শহরে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি।

গত রোববার রাতে সেই রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন জীবন্ত পুড়ে মারা যান, যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। ওই ভয়ানক হামলায় আহত হন আরো প্রায় ২০০ ফিলিস্তিনি।

এদিকে, রাফাহর তাঁবুতে হামলাকে ‘ভুলে চালানো হামলা’ বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ মহাসচিব মার্টিন গ্রিফিতস। তিনি ওই পাশবিক হামলাকে ‘নিষ্ঠুরতম জঘন্য কর্মকাণ্ড’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন