ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মালয়েশিয়া যেতে পারলেন না ৩০ হাজার কর্মী, যা বললেন রাষ্ট্রদূত

IMG
01 June 2024, 4:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সময়সীমা বাড়ানোর জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এরইমধ্যে, মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হয়েছে। তবে, এখনো কোনো জবাব দেয়নি দেশটির সরকার।

দুদেশের মধ্যকার চুক্তির পর ২০২২ সালের ৯ আগস্ট প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় ৪ লাখ ৭২ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন।

যদিও এই চুক্তিতে প্রায় ৫ লাখ ২৭ হাজার বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

তিনি বলেন, আমরা চেয়েছি সবাই যেন আসতে পারেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না। তবে পরবর্তীতে আমাদের প্রসেসটা চলমান থাকবে। অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন ডেডলাইন নমনীয় করা হয়।

চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় ৩০ হাজার কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনও কোনো জবাব দেয়া হয়নি।

ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে প্রবাসী মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে বলেও জানান মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতারা।

এদিকে যেসব বিদেশি কর্মী ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ার উদ্দেশে নিজ দেশ ত্যাগ করেছেন তাদের প্রবেশে কোনো বাধা দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নির্ধারিত ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউ সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেয়া হয় ৩১ মে পর্যন্ত। বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১২টার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে। ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন