ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

দেশবাসীকে চিঠি মোদীর, কী বার্তা দিলেন বিমানে বসে?

IMG
03 June 2024, 12:21 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী ২৫ বছর শুধু দেশের জন্য কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাকুমারীতে ৪৫ ঘণ্টার ধ্যান শেষে দিল্লিতে ফেরার পথে নিজের ভাবনা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এক দীর্ঘ চিঠি লিখেছেন তিনি। সেই চিঠি থেকেই তাঁর সংকল্পের কথা জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন—

প্রিয় দেশবাসী,
কন্যাকুমারীতে তিনদিন আধ্যাত্মিক সফরের পর আমি দিল্লি যাওয়ার জন্য উড়োজাহাজে চেপে বসেছি। আজ ভারতে লোকসাভা নির্বাচনের ভোটদান শেষ হলো। কত অভিজ্ঞতা, কত না অনুভুতি আমি নিজের মধ্যে একটি অসীম প্রাণশক্তির প্রবাহ অনুভব করছি।

আমি ঈশ্বরের কাছেও কৃতজ্ঞ যে তিনি জন্ম থেকে আমাকে শিষ্টাচার দিয়েছেন। আমি যখন নীরব সাধনায় মগ্ন ছিলাম, তখন আমার মনে নিরন্তর ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভারতের উন্নয়নে সমস্ত লক্ষ্যে পৌঁছনোর ভাবনা জেগে উঠছিল।

কাশ্মীর থেকে কন্যাকুমারী…
কন্যাকুমারীতে রয়েছে বিবেকানন্দ শিলা স্মারক। আর রয়েছে সন্ন্যাসী তিরুভল্লুভর-এর বিশাল মূর্তি, গান্ধী মণ্ডপম এবং কামরাজর মণি মণ্ডপম। এখানে এলে এই সব মহান নায়কদের দর্শনের স্পর্শ পাওয়া যায়। এখানে এলে রাষ্ট্র নির্মাণের মহান প্রেরণাগুলির উদয় হয়। আমি তাই এখানে আসি। এখানে সন্ন্যাসী তিরুভল্লুভর-এর বিশাল মূর্তি দেখে মনে হয়, তিনি সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে ভারতমাতার বিস্তারকে দেখে যাচ্ছেন।

বন্ধুগণ,
স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, ‘প্রত্যেক জাতির বলার মতো একটি বার্তা থাকবে, তা পূরণ করার জন্য একটি লক্ষ্য থাকবে, আর সেই লক্ষ্যে পৌঁছনোর ভাগ্যও থাকবে।’

ভারত হাজার হাজার বছর ধরে এই ভাবনা নিয়ে, সার্থক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে। আমরা যা অর্জন করেছি তাকে কখনও নিজেদের ব্যক্তিগত পুঁজি ভেবে সেগুলিকে আর্থিক বা জাগতিক কোনো মানদণ্ডে ওজন করিনি। ভারতের কল্যাণের মাধ্যমেই বিশ্বের কল্যাণ। ভারতের উন্নয়নের মাধ্যমে বিশ্বের উন্নতি।

বন্ধুগণ,
নতুন ভারতের এই উন্নতি নিঃসন্দেহে আমাদের গর্বিত করে। পাশাপাশি ১৪০ কোটি ভারতবাসীকে তাদের কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দেয়। আমাদের আর এক মুহূর্তও নষ্ট করা উচিত নয়। বড় বড় লক্ষ্য অর্জনের জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। নতুন নতুস স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নকে জীবনের অংশ করে তুলতে হবে।

বন্ধুগণ,
আমাদের প্রত্যেক মুহূর্তে এজন্য গর্ব করা উচিত যে ঈশ্বর আমাদের ভারতভূমিতে জন্ম দিয়েছেন। ঈশ্বর আমাদের ভারতের সেবা আর তার উন্নতির চরম শিখরে পৌঁছনোর যাত্রাপথে নিজেদের ভূমিকা পালন করার জন্য নির্বাচন করেছেন। তাই আমাদের আগামী ২৫ বছর শুধুই দেশের জন্য সমর্পণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। আসুন, আমরা দ্রুত পদক্ষেপে এগিয়ে যাই… সবাই মিলে ভারতে উন্নত করে তুলি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন