ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে

IMG
04 June 2024, 5:49 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে সব জল্পনার অবসান। প্রত্যাশামতোই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। সোমবার বাংলাদেশ সময় রাতে সমাজমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করে দিলো রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে স্পেনের ক্লাবে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার।

গত বছরের ফেব্রুয়ারিতে এমবাপ্পে নিজেই জানিয়েছিলেন, তিনি আর প্যারিস সেন্ট জার্মেইয়ে থাকতে চান না। তখন থেকেই রিয়ালে তাঁর আসা নিয়ে জল্পনা শুরু হয়। যত দিন গেছে, তত সেই জল্পনা বৃদ্ধি পেয়েছে। অবশেষে রিয়াল উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হলো তাঁর নাম।

এমবাপ্পে সমাজমাধ্যমে লিখেছেন, “একটা স্বপ্ন সত্যি হলো। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি এখন কতোটা উত্তেজিত, সেটা কারও পক্ষে বোঝা সম্ভব নয়। মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না। আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।”

দুই বছর আগেও রিয়ালে এমবাপ্পের সই করা নিয়ে জল্পনা হয়েছিল। সে বার শেষ মুহূর্তে প্যারিসের ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। এবার তিনি কোনও ট্রান্সফার ফি ছাড়াই রিয়ালে যোগ দিলেন। রিয়ালের আক্রমণভাগ যে অনেকটাই শক্তিশালী হলো তা বলার অপেক্ষা রাখে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন