ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ফল প্রকাশের আগেই গণভোজের আয়োজন বিজেপির

IMG
04 June 2024, 11:51 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত ফল ঘোষণার আগেই ফের ক্ষমতায় আসা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। ইতিমধ্যেই নিজ দলীয় অফিসে পুরোদমে গণভোজের আয়োজন শুরু করেছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ভারতের লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ জোট। তাই ভারতের নয়া দিল্লির দলীয় অফিসে এ নির্বাচনের জয় উদযাপনের জন্য সকাল থেকেই গণভোজের আয়োজন শুরু করেছে।

তাদের গণভোজের তালিকায় আছে, পুরি, পরোটার সঙ্গে সুস্বাদু মিষ্টি ও ফলের বাহার। তাদের মিষ্টি বানানোর প্রস্তুতির ভিডিও প্রকাশ করেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

ভিডিওতে দেখা যাচ্ছে, সারি-সারি বড় হাড়িতে লাড্ডু বানানোর জন্য বুন্দিয়া এবং বাদাম একসঙ্গে রান্না করা হচ্ছে। অন্যদিকে ময়দা দিয়ে পুরি-পরোটা বানানো হচ্ছে। আবার কিছু লোক এগুলো ভাজতে ব্যস্ত।

এদিকে বিজেপি তাদের লোকসভা নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও কম আশাবাদী নয় কংগ্রেস। তারাও বিজেপির পাশাপাশি দলীয় অফিসে গণভোজের আয়োজন শুরু করেছে। তাদের ভোজের তালিকায় আছে, ছোলা-ভাটোরা।

প্রসঙ্গত, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে আছে। দেশটির শীর্ষস্থানীয় আটটি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথফেরত জরিপের আভাস জানিয়েছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় বসতে যাচ্ছে। যদিও, এই জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।


সূত্র: ইন্ডিয়া টুডে



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন