ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নীতিগত ভাবে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: মমতা

IMG
04 June 2024, 7:56 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ‘নীতিগত ভাবে নরেন্দ্র মোদির পদত্যাগ করা উচিত’ – মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পদত্যাগের দাবি তুললেন তিনি। বিজেপি সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সেখানেই মমতা বলেন, ‘আমি খুশি, মোদিজি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। উনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, ওঁর এক্ষুনি এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘নীতিগত দিক থেকে মোদীর পদত্যাগ করা উচিত। … এই জয় INDIA-র, এই জয় আমাদের দেশের, আমাদের মা-বোনেদের। মোদী যাক, দেশ থাক।’

মমতা জানান, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে আগামী দিনে তাঁরা সরকার গড়লেও একাধিক কাজ ‘স্বেচ্ছাচারিতার’ সঙ্গে করতে পারবে না। তাঁর কথায়,, ‘ইচ্ছেমতো আইন পাশ সংসদে হবে না। এছাড়া ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে স্বেচ্ছাচারিতা করলে আমরা ইন্ডিয়া টিম সবাই মিলে চেপে ধরব।’

দেশের সম্পূর্ণ রায় প্রকাশ হওয়ার পর ইন্ডিয়া জোটসঙ্গীরা বৈঠকে বসবেন। সেই বৈঠক নিয়ে এখনও তৃণমূলের কাছে কোনও নির্দিষ্ট বার্তা আসেনি। তবে, আলাদা করে সপা নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব থেকে শুরু করে হেমন্ত সোরেনের স্ত্রী, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলে জানান মমতা। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক হলে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেও জানিয়ে দেন তিনি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন