ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বহিঃশত্রু আক্রমণ করলে সমুচিত জবাব দেয়া হবে: সেনাপ্রধান

IMG
15 June 2024, 10:15 PM

শরীয়তপুর, বাংলাদেশ গ্লোবাল: সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সংঘর্ষের উল্লেখ করে বলেছেন, ‘বিষয়টি তদারকি করছে বিজিবি ও কোস্ট গার্ড। পরিস্থিতি যদি অন্য কোনো দিকে যায় তাহলে সেনাবাহিনী প্রস্তুত আছে, আমরা সমুচিত জবাব দেব।’

আজ শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত।

পতাকা উত্তোলনের বিষয়ে তিনি আরও বলেন, ‘১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত হয় 'ফোর্সেস গোল- ২০৩০'। আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যমে 'ফোর্সেস গোল-২০৩০' এর আরেক ধাপ বাস্তবায়িত হলো।’

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলমসহ সেনাসদরের জ্যৈষ্ঠ কর্মকর্তারা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন