ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পর্তুগালকে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় জর্জিয়া

IMG
27 June 2024, 6:07 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা জর্জিয়ার। ঐতিহাসিক রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় উঠেছে জর্জিয়া। চলতি ইউরোয় সবচেয়ে বড় অঘটন। অবিশ্বাস্য জয়। মেজর টুর্নামেন্টে এই প্রথম ব়্যাঙ্কিংয়ে এত নীচে থাকা দল হারালো পর্তুগালকে।

ম্যাচের দুই গোলদাতা ভারাতস্কেলিয়া এবং মিকাউতাডজে। গোলের নীচে অনবদ্য পারফরম্যান্স জর্জিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশিভিলির। একাধিক শট বাঁচিয়ে ৯০ মিনিট দুর্গ অক্ষত রাখেন তিনি। তবে এই ফলাফল গ্রুপ টেবিলে কোনও পরিবর্তন করবে না। হারলেও এক নম্বর দল হিসেবেই শেষ ষোলোয় পর্তুগাল। দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে জর্জিয়া।

অভিষেক বছরই নজির গড়লো তারা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়েন জর্জিয়ার কোচ এবং ফুটবলাররা। নির্বাক দর্শক রোনালদোরা। মাঠের মাঝে দাঁড়িয়েই বিপক্ষের উৎসব দেখলেন। গ্রুপ পর্ব শেষ হলেও এখনও প্রথম গোলের খোঁজে ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। ৬৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। কিন্তু গোলের খাতা খুলতে না পেরে বেশ কয়েকবার মেজাজ হারান। কার্ডও দেখেন।

বুধবার তুরস্ক, চেক এবং জর্জিয়ার শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ছিল। অন্যদিকে, জোড়া জয়ে গ্রুপ শীর্ষে থেকে আগেই প্রি-কোয়ার্টারের ছাড়পত্র সংগ্রহ করে পর্তুগাল। এই ম্যাচের ওপর রোনালদোদের ভাগ্য নির্ভর করছিল না। তাই পর্তুগাল দলে নয়টা পরিবর্তন করেন কোচ রবার্তো মার্টিনেজ।

এদিন নতুন রেকর্ড গড়েন রোনালদো। প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০তম ম্যাচ খেলার নজির গড়েন। ম্যাচের শুরুতেই পর্তুগালের রক্ষণের ভুলে এগিয়ে যায় জর্জিয়া। ২ মিনিটের মাথায় ব্যাক পাস করেন অ্যান্তোনিও সিলভা। বল ছিনিয়ে নিয়ে ভারাতস্কেলিয়াকে বাড়ান মিকাউতাডজে। বাঁ দিক থেকে কোনাকুনি শটে নিখুঁত ফিনিশ। দেশের জার্সিতে প্রথম গোল ভারাতস্কেলিয়ার।

দুটো গোল হজম করার ক্ষেত্রেই ভিলেন অ্যান্তোনিও সিলভা। পিছিয়ে পড়ার পর বিপক্ষকে চেপে ধরে পর্তুগাল। কনসেসাওকে কেন্দ্র করে পর্তুগালের আক্রমণ তৈরি হচ্ছিল। ম্যাচের ১৭ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো।‌ কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে তাঁর জোরালো ফ্রিকিক বাঁচায় জর্জিয়ার গোলকিপার।

তার মিনিট ছয়েক পর আবার সুযোগ পর্তুগালের। পাওলিনহার শট বাঁচায় জর্জিয়ার কিপার। ম্যাচের ২৯ মিনিটে রেফারির ওপর ক্ষোভ দেখিয়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। বক্সের মধ্যে তাঁর জার্সি ধরে টানেন জর্জিয়ার ডিফেন্ডার। পেনাল্টির দাবি করেন রোনালদো। কিন্তু তিনি বলের ধারেকাছে না থাকায় কর্ণপাত করেননি রেফারি। তাতেই ক্ষোভ প্রকাশ করেন পর্তুগালের অধিনায়ক।

কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে জর্জিয়া। ম্যাচের ৩৫ মিনিটে পাওলিনহার পাস থেকে রোনালদোর শট প্রতিহত হয়। প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। বিরতির পরই রোনালদোর গোল মিস। ৫৪ মিনিটে পেনাল্টি পায় জর্জিয়া। এবারও অ্যান্তোনিও সিলভার ভুলে। বক্সের মধ্যে লোচোশিভিলিকে ফাউল করেন। 'ভিএআর'-এর সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৫৭ মিনিটে ২-০ করেন মিকাউতাডজে। চলতি ইউরোতে তাঁর তৃতীয় গোল। এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোকে তুলে গনসালো রামোসকে নামান মার্টিনেজ। সিদ্ধান্ত পছন্দ হয়নি পর্তুগিজ তারকার। মাঠ থেকে বেরিয়েই বোতলে লাথি মারেন। কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবলে দ্বিতীয়ার্ধে গোলের জোড়া সুযোগ পায় জর্জিয়া। ৭২ মিনিটে সামনে একা বিপক্ষের গোলকিপারকে পেয়েও বাইরে মারেন চাকভেতাডজে।

৮৫ মিনিটে মিকাউতাডজের পাস থেকে সাইড নেটে মারেন ডাভিতাশিভিলি। জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক মোড়কে নিজেদের মুড়ে ফেলেনি জর্জিয়া। বরং গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। শেষদিকে তাঁদের সুযোগই বেশি ছিল। অনবদ্য ছিলেন জর্জিয়ার গোলকিপার। শেষ মিনিটে দুটো দুর্দান্ত সেভ করেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন