ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এক ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টিনা কোচ

IMG
29 June 2024, 12:12 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তি পেতে হচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন গতকাল স্কালোনির শাস্তির কথা জানায়। চলতি আসরে পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় এই শাস্তি পেয়েছেন তিনি। যে কারণে আগামীকাল পেরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। পাশাপাশি ম্যাচ পরবর্তী সম্মেলনেও থাকতে পারবেন না।

নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর প্রায় পাঁচ মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। কানাডা কোচ বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টাইন কোচের শাস্তি দাবি করেন। পরের ম্যাচেও হয় একই অবস্থা। চিলিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে দুই মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। যার মাশুল গুণতে হবে স্কালোনিকে।

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন