ঢাকা      রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১৫ গ্রাম প্লাবিত

IMG
04 July 2024, 7:25 AM

এসআই মিলন, গাইবান্ধা: টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনার পানির চাপে গাইবান্ধার সাঘাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যাবাজার এলাকায় যমুনার পানির চাপে বাঁধের অন্তত ৩০ ফুট এলাকা ধসে যায়।

এতে ভরতখালী ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা সহ ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, খামার পবনতাইড়, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, বেড়া, গাড়ামারা, দীঘলকান্দি, পাতিলবাড়ী, গুয়াবাডী, কালুরপাড়া, কানাইপাড়া, কুমারপাড়া এবং জুমারবাড়ী ইউনিয়নের কাঠুর, থৈকরের পাড়া ও পূর্ব আমদিরপাড়াসহ অন্তত ১৫টি মৌজার এলাকা প্লাবিত হয়েছে। ফলে কমপক্ষে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

হঠাৎ করে বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ায় এসব এলাকার বিস্তীর্ণ জমির পাট, কাউন, তীল ও শাকসবজিসহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে। পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা।

সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, তার ইউনিয়নের ৬টি ওয়ার্ড প্লাবিত হয়ে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি এসব এলাকায় বন্যার্ত মানুষসহ গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে।

এ ব্যাপারে সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বাংলাদেশ গ্লোবালকে বলেন, সরেজমিন ভাঙন এলাকা পরিদর্শব করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে বন্যা কবলিত মানুষের তালিকা করে সম্ভাব্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ গ্লোবাল/একে

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন