স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত আসরে কোপা আমেরিকা জয়ের পর চলতি আসরে ফের ফাইনালে হট ফেভারিট দল আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষবেলার এসে লিওনেল মেসি জিতে নিয়েছেন সম্ভাব্য সকল শিরোপাই। ফলে এ আসর ঘিরেও রয়েছে মেসি ভক্তদের অন্যরকম উদ্দীপনা। অন্যদিকে প্রায় দুই যুগ পর ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। এমন টান টান সমীকরণে ফাইনালের টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আগামী সোমবার (১৫ জুলাই) ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে ২০০ ডলারে টিকিট পাওয়া গেলেও এখন দামে প্রায় ১০ গুণ বেড়েছে। টিকিট সার্ভিস দিচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১২৭ ডলারে রিসেল হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকেট। যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি।
এরমধ্যে কিছু রিসেল টিকিট সার্ভিস দেয়া প্রতিষ্ঠান ৪ হাজার ২৪ ডলারেও বিক্রি করছে ফাইনালের টিকিট। সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ ৪৫ হাজার টাকা।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com