ঢাকা      বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

নিখোঁজ শিশুর মরদেহ মিলল বিলে

IMG
13 July 2024, 6:13 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধায় নদীতে এক শিশু গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে শহরের পুরাতন ব্রীজ রোড এলাকার ছড়ারবাতা বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করা ওই শিশুর নাম রক্তিম ইসলাম (১১)। সে শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সুজনের ছেলে। গতকাল জুম্মার নামাজের আগে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল রক্তিম।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে যায় রক্তিম। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে পুরাতন ব্রীজ রোডের ছড়ারবাতা বিলে বন্যার পানিতে ডুবে থাকা এক মাচার পাশে তার পায়ের স্যান্ডেল ও গামছা দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ওই বিল থেকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন