ঢাকা      সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১
শিরোনাম

রণক্ষেত্র শনির আখড়া, টোল প্লাজায় আগুন

IMG
18 July 2024, 6:54 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার রাতে শিক্ষার্থীরা সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এসময় যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা ও শনির আখড়া ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার সামনে র‌্যাবের একটি গাড়ি, থানার ডাম্পিং করা দু'টি গাড়ি এবং শনির আখড়া আওয়ামী লীগ অফিস ভাংচুর করা হয়েছে।

রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হানিফ ফ্লাইওভারের কাজলা টোল প্লাজা থেকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল পর্যন্ত খন্ড খন্ড করে সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

এর আগে বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাজলা ও শনির আখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আর ইটপাটকেল ছুড়তে থাকে লন আন্দোলনকারীরা। এতে দু'জন পুলিশ সদস্য ও ৮ জন শিক্ষার্থী এবং পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের সাথে র‌্যাবও যুক্ত হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাজলা টোল গেট থেকে শনির আখড়া পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে প্রায় দুই ঘন্টা পর পুলিশ মহাসড়ক আয়ত্তে নেয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন