ঢাকা      সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১
শিরোনাম

রাজধানীর সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ 

IMG
18 July 2024, 3:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ চলছে। এ অবস্থায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। অন্যান্য জেলা থেকেও আসছে না কোনো বাস।

কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচি চলাকালে হাসপাতাল, গণমাধ্যম ও অন্যান্য জরুরি সেবা ব্যাতিত বন্ধ থাকবে সব কিছু।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যোগাযোগ করেও।

গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের স্টাফরা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

ইউনিক পরিবহনের কর্মী মো. সোহরাব জানান, তাদের বাসগুলো চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন জেলায় চলাচল করে। প্রতি ৩০ মিনিট অন্তর বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে চলে যায় তাদের বাস। কিন্তু মালিকের নির্দেশে আজ রাস্তায় কোনো বাস চলাচল করছে না।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন