ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকের পতন হয়েছে। আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বৃহস্পতিবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৪৪৬ দশমিক ৫ পয়েন্টে ও ১ হাজার ১৯১ দশমিক ৪৩ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৮ দশমিক ১১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৫৩ দশমিক ২৬ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৯২ কোটি ৮৯ লাখ টাকা।
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এছাড়া গ্রামীণফোন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম লিমিটেড, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি এবং ক্রিস্টাল ইনসুরেন্স কোম্পানি লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩০ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৫৬৬ দশমিক ৫৮ পয়েন্টে ও ৯ হাজার ৩৭১ দশমিক ১৫ পয়েন্টে।
তবে সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৯ দশমিক ৭ পয়েন্টে ও ১২ হাজার ১৯৩ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৬ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ১৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৭ কোটি ৬২ লাখ টাকা।
সিএসইতে ১৯৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫ টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দর।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com