ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফরে যাওয়া নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
তবে সকালে এটি স্থগিত করে জানানো হয়, পরে সংবাদ সম্মেলনের নতুন সময় জানানো হবে।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে। তবে আজ কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, সেই ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ব্রাজিল সফরের আগে ২১ জুলাই স্পেন যাওয়ার কথা তাঁর।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com