ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

ইসরাইলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর ব্যাপক হামলা

IMG
24 July 2024, 10:29 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ইসরাইল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোয় ইসরাইলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি ও স্ন্যাকস বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলায় একজন নিহত ও অপর একজন আহত হন। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতাওয়ি।

এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘রামিম’ সেনা ঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করে। সেই সঙ্গে ইসরাইলের ‘বেইত হিল্লেল’ এলাকায় অবস্থিত ‘সাহেল ব্যাটালিয়ন’ ঘাঁটিতে ‘ফালাক’ রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরাইলের ‘আল-মার্জ’ সেনা চৌকিতে ‘বুরকান’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

হিজবুল্লাহ একই সঙ্গে উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরেও কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন