নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে সকল পক্ষকে – সরকার, বিক্ষোভকারী এবং সাধারণ নাগরিকদের - সহিংসতা এড়িয়ে চলার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মিলার বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাবেশ সমর্থন করে। কিন্তু সেই অধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে সহিংসতার পথে যাওয়ার নিন্দা করে।
তিনি আরও বলেন, “যারা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চা করছেন, আমরা তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করি। একই সাথে আমরা বিক্ষোভকারীদের পক্ষ থেকে সহিংসতারও নিন্দা করি।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com