ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান চীনের

IMG
25 July 2024, 6:04 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং। নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। এসব জাহাজের অবাধ চলাচলের অধিকারকে সম্মান করতে হবে।

ফু ছুং বলেন, ইয়েমেন ইস্যুর সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে করা জরুরি। চীন আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য কাজ করবে, ঐকমত্য সৃষ্টি করবে। আন্তর্জাতিক সমাজের উচিত এ ব্যাপারে ইয়েমেনকে সহায়তা করা এবং গঠনমূলক ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, লোহিত সাগরে অব্যাহত উত্তেজনা ‘উদ্বেগজনক’। চীন আবারও হুথি সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক আইন অনুসারে লোহিত সাগরে সকল দেশের বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ চলাচলের অধিকারকে সম্মান করতে আহ্বান জানায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন