ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলানো নিয়ে পিসিবির নতুন কৌশল

IMG
25 July 2024, 6:20 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)'র পক্ষ থেকে অনেক দিন ধরেই বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। তবে পিসিবি এখন এই উত্তেজনা ছেড়ে নতুন কৌশল নিয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পাকিস্তানে আসতে রাজি করার কাজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র ওপরেই ছেড়ে দিয়েছে পিসিবি।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার পাকিস্তান যাওয়ার বিষয়ে কোন স্পষ্টতা নেই। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, ভারত সরকার বললে তবে পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পিসিবির পক্ষ থেকে অনেক দিন ধরেই বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। তবে পিসিবি এখন এই উত্তেজনা ছেড়ে নতুন কৌশল নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পাকিস্তানে আসতে রাজি করার কাজটি আইসিসির ওপরেই ছেড়ে দিয়েছে পিসিবি।

গত বছর পিসিবি আয়োজিত এশিয়া কাপে ভারত তাদের সব ম্যাচ ‘হাইব্রিড মডেল’-এর ভিত্তিতে শ্রীলঙ্কায় খেলেছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করা হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি কলম্বোতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট অনুমোদন হলেও সূচি ও ফরম্যাট নিয়ে আলোচনা হয়নি। আইসিসি তার টুর্নামেন্ট বাজেটে কিছু খরচ ধরে রেখেছে ভারতীয় দলের পাকিস্তানের বাইরে ম্যাচ খেলার সম্ভাবনাসহ যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

পিটিআই-এর পোর্ট অনুসারে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘পিসিবি এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে যা আশা করা হয়েছিল তা করেছে। তারা প্রতিযোগিতার খসড়া সময়সূচী এবং বিন্যাস জমা দিয়েছে এবং প্রতিযোগিতার বাজেটও জমা দিয়েছে।’

সেই সূত্র আরও বলেছে যে, ‘এখন আইসিসির উপর নির্ভর করবে যে তারা কতো দ্রুত চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী প্রচার, আলোচনা এবং চূড়ান্ত করতে পারে।’ জানা গেছে, পিসিবির পক্ষ থেকে সেমিফাইনাল (যদি ভারত যোগ্যতা অর্জন করে) এবং ফাইনালসহ খসড়া সূচি জমা দেওয়া হয়েছে। তারা ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করার পরামর্শ দিয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে যে, পিসিবি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে আইসিসির কাছে তার আগ্রহের নথিতে সব বিবরণ জমা দিয়েছে। ‘পিসিবি, তার পক্ষ থেকে, এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জন্য পাকিস্তানে ভারতীয় দলকে আয়োজক করার জন্য কর সংক্রান্ত প্রবিধান, ভেন্যু নির্বাচন এবং দেশটির সরকারের অনুমোদনের বিষয়ে লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি অনুযায়ী, সেমিফাইনাল এবং ফাইনালসহ ভারতের সব ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ১ মার্চ নির্ধারিত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন