ঢাকা      বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

খোঁজ মিলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের

IMG
25 July 2024, 6:56 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। তারা হলেন- সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সহ-সমন্বয়ক রিফাত রশীদ। বুধবার (২৪ জুলাই) দুপুরের পর থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর জানান।

এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনের তিন সমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন অন্য সমন্বয়করা।

তার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার (২০ জুলাই) মধ্যরাতে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। এ বিষয়ে নাহিদের ছোট ভাই নাফিজ ইসলাম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দিপাড়া থেকে তার ভাইকে আটক করে ডিবি। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ডিবি।

পরে নাহিদ অজ্ঞান অবস্থায় রোববার (২১ জুলাই) ভোরে পূর্বাচলের একটি রাস্তায় নিজেকে আবিস্কার করেন এবং দুপুরের দিকে তিনি একটি হাসপাতালে ভর্তি হন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন